Roder Nishana Lyrics (সে রোদের নিশানা) Sanai | X=Prem

Roder Nishana Lyrics by Dhrubojyoti:

Roder Nishana song is sung and composed by Sanai.This song is from the movie X = Prem starring  Arjun Chakraborty, Anindya Sengupta and Shruti. Roder Nishana Lyrics are written by Dhrubojyoti. This song was released on Youtube by SVF on 24 Apr 2022.

Song Details:

Song: Roder Nishana
Singer: Sanai
Lyricist: Dhrubojyoti
Composer: Sanai
Music Label: SVF

Roder Nishana song video:

Roder Nishana Lyrics in Bengali:

সে রোদের নিশানা, মেঘের সামিয়ানা
সে খোলা জানলার কাছে রেখেছে বিছানা,
সে জুড়ে দিয়ে ডানা কবে উড়ে যাবে আকাশের গায়ে,
সে জুড়ে দিয়ে ডানা কবে উড়ে যাবে আকাশের গায়ে।

সে বৃষ্টির ছিটে, গোপন কালশিটে
সে দুপুরের প্রেম খোঁজে ম্যাটিনি টিকিটে,
সে কাজলের কালো দিয়ে
দিলওয়ালে দুলহান লে যায়।

সে হবে জমকালো, সে জোনাকির আলো
সে মেঘমল্লার দিয়ে মোহনা ভাসালো,
সে চাঁদের পাহাড় কেটে ঘর বাঁধে তারায় তারায়,
সে চাঁদের পাহাড় কেটে ঘর বাঁধে তারায় তারায়।

ক্লাসে ছিল, মাঠে ছিল, ক্যান্টিনে হাট ছিল
স্মৃতির পকেট থেকে সে ক্ষণ লোপাট,
ঠোঁটে অভিযান ছিল, দূরে অভিমান ছিল
সে ফুলের নাম খোঁজে আজও অভিধান।

প্রতিমা ভাসালে এসে সিঁদুরের লালে
সে তৃতীয় চোখের খোঁজে চোখেই তাকালে,
ইয়ে আঁখোহি আঁখো মে এক
ইশারায় হৃদয় হারায় .. ও ও ..

সে আদরের মায়া, সে প্রেমেই বেহায়া
সে তাজমহলের গায় জোছনার ছায়া,
সে প্যাডেলে প্যাডেলে রোজ
চলে যাবে পাশের পাড়ায়,
সে প্যাডেলে প্যাডেলে রোজ
চলে যাবে পাশের পাড়ায়।

সে বৃষ্টির ছিটে, গোপন কালশিটে
সে দুপুরের প্রেম খোঁজে ম্যাটিনি টিকিটে,
সে কাজলের কালো দিয়ে
দিলওয়ালে দুলহান লে যায় .. ওও..

সে হবে জমকালো, সে জোনাকির আলো
সে মেঘমল্লার দিয়ে মোহনা ভাসালো,
সে চাঁদের পাহাড় কেটে
ঘর বাঁধে তারায় তারায়,
সে চাঁদের পাহাড় কেটে
ঘর বাঁধে তারায় তারায়।

সে রোদের নিশানা, মেঘের সামিয়ানা
সে খোলা জানলার কাছে রেখেছে বিছানা।
হুম.. হুম.. হুম.. হুম..

Roder Nishana Lyrics in English:

Se roder nishana, megher samiyana
Se khola janlar kache rekheche bichhana,
Se jure diye dana kobe urey jabe akasher gaaye
Se jure diye dana kobe urey jabe akasher gaaye

Se brishtir chhite, gopon kalshitey
Se dupurer prem khoje matinee ticket a,
Se kajoler kalo diye dilwale dulhan le jaye.

Se hobe jomkalo, se jonakir aalo
Se megho mollar diye mohona vasalo,
Se chander pahar kete ghor bandhe taray taray,
Se chander pahar kete ghor bandhe taray taray.

Class-e chilo, maath-e chhilo, canteen a
Haat chhilo
Smritir pocket theke se khon lopat
Thote abhijan chilo, durey obhiman chilo
Se phool er naam khoje aajo ovidhan.

Protima vasale esey sidurer laal-a
Se tritiyo chokher khoje chokhei takale
Yeah aankhon hi aankhon me ek
Isharaye hridoy haray.. oo..

Se aadorer maya, se premei behaya
Se Tajmahal er gaaye jochonar chaya
Se pedal a pedal a roj
Chole jabe pasher paray,
Se pedal a pedal a roj
Chole jabe pasher paray.

Se brishtir chite, gopon kalshitey
Se dupurer prem khoje matinee ticket a
Se kajoler kalo diye dilwale dulhan le jaye
Ooo…

Se hobe jomkalo, se jonakir aalo
Se megho mollar diye mohana vasalo
Se chander pahar kete ghor bandhe taray taray
Se chander pahar kete ghor bandhe taray taray

Se roder nishana, megher samiyana
Se khola janlar kache rekheche bichana
Hm.. Hm.. Hm.. Hm.. Hm..

Also Read:

1. Alote Alote Dhaka Lyrics – Anupam Roy

2. E Tumi Kemon Tumi Lyrics – Rupankar Bagchi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here